সেই তনির বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ‘Sanvee's by Tony’ ফেসবুক পেজের অ্যাডমিন ও উদ্যোক্তা রোবইয়াত ফাতেমা তনির বিরুদ্ধে তার ১১ বছর বয়সী শিশু মানতাহা ইসলাম সানভীকে জোর করে আটকে রেখে বিদেশে পাঠানোর চেষ্টা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শিশুটির বাবা সদরুল ইসলাম সোয়েব। সোয়েব জানান, ২০১৩ সালের ২৮ জুন রোবইয়াত ফাতেমা তনির সঙ্গে তার বিয়ে হয়; পরে জন্ম হয় তাদের একমাত্র সন্তান মানতাহা ইসলাম সানভীর। দাম্পত্য কলহের কারণে ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি তাদের বিয়ে বিচ্ছেদ হয়। তখন শর্তানুযায়ী সানভী মায়ের কাছে বড় হতে থাকলেও নিয়মিত বাবার সঙ্গে দেখা করার সুযোগ থাকার কথা ছিল। সংবাদ সম্মেলনে সোয়েব অভিযোগ করেন, “তনি আমাদের মেয়ে সানভীকে ঢাকায় অন্যায়ভাবে আটকে রেখেছে। আমার সঙ্গে তার দেখা করতে দিচ্ছে না।” তিনি আরও দাবি করেন, বিচ্ছেদের পর তনি প্রথমে শাহাদাত রহমান নামে এক ব্যক্তিকে বিয়ে করেন, তার মৃত্যুর পর ইংল্যান্ড প্রবাসী সিদ্দিককে বিয়ে করেছেন। বর্তমানে তনি মেয়েকে নিয়ে ইংল্যান্ড যাওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন সোয়েব। তিনি বলেন, “সানভীকে তা

সেই তনির বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ‘Sanvee's by Tony’ ফেসবুক পেজের অ্যাডমিন ও উদ্যোক্তা রোবইয়াত ফাতেমা তনির বিরুদ্ধে তার ১১ বছর বয়সী শিশু মানতাহা ইসলাম সানভীকে জোর করে আটকে রেখে বিদেশে পাঠানোর চেষ্টা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শিশুটির বাবা সদরুল ইসলাম সোয়েব।

সোয়েব জানান, ২০১৩ সালের ২৮ জুন রোবইয়াত ফাতেমা তনির সঙ্গে তার বিয়ে হয়; পরে জন্ম হয় তাদের একমাত্র সন্তান মানতাহা ইসলাম সানভীর। দাম্পত্য কলহের কারণে ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি তাদের বিয়ে বিচ্ছেদ হয়। তখন শর্তানুযায়ী সানভী মায়ের কাছে বড় হতে থাকলেও নিয়মিত বাবার সঙ্গে দেখা করার সুযোগ থাকার কথা ছিল।

সংবাদ সম্মেলনে সোয়েব অভিযোগ করেন, “তনি আমাদের মেয়ে সানভীকে ঢাকায় অন্যায়ভাবে আটকে রেখেছে। আমার সঙ্গে তার দেখা করতে দিচ্ছে না।” তিনি আরও দাবি করেন, বিচ্ছেদের পর তনি প্রথমে শাহাদাত রহমান নামে এক ব্যক্তিকে বিয়ে করেন, তার মৃত্যুর পর ইংল্যান্ড প্রবাসী সিদ্দিককে বিয়ে করেছেন। বর্তমানে তনি মেয়েকে নিয়ে ইংল্যান্ড যাওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন সোয়েব।

তিনি বলেন, “সানভীকে তার ইচ্ছার বিরুদ্ধে বিদেশে পাঠানোর চেষ্টা চলছে। এ জন্য তাকে জোরপূর্বক আটকে রাখা হয়েছে। মেয়েকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।” পাশাপাশি তিনি অভিযোগ করেন, তনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবসায়িক উদ্দেশ্যে শিশুটিকে নেতিবাচকভাবে উপস্থাপন করছেন, যা সন্তানের জন্য মানসিকভাবে ক্ষতিকর।

এ ঘটনায় গত ২৪ নভেম্বর কিশোরগঞ্জের ১নং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি এজহার দাখিল করেছেন সদরুল ইসলাম সোয়েব। আদালত অভিযোগটি আমলে নিয়ে আগামী ২২ ডিসেম্বর শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

সোয়েব কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল জেমিনি রোডের বাসিন্দা। অপরদিকে অভিযুক্ত রোবইয়াত ফাতেমা তনি অষ্টগ্রামের মধ্য অষ্টগ্রাম এলাকার মৃত তাহের উদ্দিন আহমেদের মেয়ে এবং বর্তমানে ঢাকার বনানীতে বসবাস করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow