সেই দুই শিক্ষার্থীর পাশে তারেক রহমান

3 months ago 61

সিরাজগঞ্জের উল্লাপাড়ার এতিম শিক্ষার্থী ইমন ও রিপনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারা পড়াশোনার পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। এ নিয়ে কালবেলায় সংবাদ প্রকাশ হয়।

রোববার (১ জুন) দুপরে উল্লাপাড়া উপজেলার কয়রা চরপাড়া গ্রামে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে ওই পরিবারকে নগদ অর্থ সহায়তা দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু। 

এ সময় তিনি বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই কালবেলাকে। কালবেলার মাধ্যমেই আমাদের চোখে পড়েছে এতিম ইমন ও রিপন রাজমিস্ত্রির কাজ করে পড়াশোনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছে। কালবেলায় প্রকাশিত সংবাদটি ভাইরাল হলে বিষয়টি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। তারেক রহমান আমাদের বলেছেন- এ রকম পরিবারের পাশে বিএনপির থাকা উচিত। আমি তারেক রহমানের নির্দেশেক্রমে আজ এখানে এসেছি। 

তিনি আরও বলেন, রাজমিস্ত্রির কাজ করার পাশাপাশি যে পড়াশোনা করেছে এটা কঠিন একটা চ্যালেঞ্জ। ওদের বই রাখার জায়গা নেই, বাড়িতে থাকার জায়গা পর্যন্ত নেই। এই ধরনের পরিবার যারা পড়াশোনায় আগ্রহী, অর্থের অভাবে এদের পড়াশোনা যেন থেমে না যায়, সেজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। 

এ সময় জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ নেতারা উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, গত ২৮ মে কালবেলায় ‘রাজমিস্ত্রির কাজ করে একাধিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে দুই ভাই’ শিরোনামে একটি স্টোরি প্রচার হয়।

Read Entire Article