সেনাকুঞ্জে খালেদা জিয়ার উপস্থিতি নিয়ে রাষ্ট্রদূত আনসারীর ফেসবুক পোস্ট

1 month ago 29

সেনাকুঞ্জে খালেদা জিয়ার উপস্থিতি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন খ্যাতিমান সাংবাদিক ও মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে তার ভেরিফায়েড ফেসবুকে এ স্ট্যাটাস দেন।

তিনি ফেসবুক পোস্টে লিখেছেন- ‘কেবল দিনের সেরা ছবিই নয়; এর মাঝেই নিহিত বিপ্লবের স্পন্দন, দ্রোহের ডাক, ত্যাগ-তিতিক্ষার গল্প, আর অবর্ণনীয় দুঃখ পেরিয়ে বাংলাদেশের উজ্জ্বল আগামীর প্রতিশ্রুতি’।

প্রসঙ্গত, দীর্ঘ ১ যুগ পর বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বহুদিন পর তার উপস্থিতি সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেছে। সেখানে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন এবং কুশল বিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

Read Entire Article