সেনাবাহিনীর ৭ মিনিটের আলটিমেটাম, দুই মিনিটেই সড়ক ছাড়ল অবরোধকারীরা

5 hours ago 4

গাজীপুরের তেলিপাড়া এলাকায় ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ইসমক্স সোয়েটার নামে একটি কারখানার শ্রমিকরা। দীর্ঘ সময় ধরে সড়ক অবরোধ থাকার পর ঘটনাস্থলে সেনাবাহিনী এসে শ্রমিকদের ৭ মিনিটের আলটিমেটাম দেয়। সেনাবাহিনীর ঘোষণার পর ২ মিনিটের মধ্যে শ্রমিকরা সড়ক থেকে সরে যান।

শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে তারা।  

এ সময় হ্যান্ড মাইকে এক সেনা কর্মকর্তা ঘোষণা করেন, আপনাদের দাবিগুলো নিয়ে নেগোসিয়েশন চলছে এবং তা চলবে। এতে কোনো সমস্যা নেই। যদি ফ্যাক্টরির ভেতরে মালিক ও শ্রমিকের কোনো অমিল থাকে, তবে সেটা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান হবে। তবে শ্রম মন্ত্রণালয় এবং আইজিপি সংবাদ সম্মেলনে বলেছেন যে, এখন থেকে কোনো রোড ব্লক গ্রাহ্য করা হবে না। রোড ব্লক এবং জনভোগান্তি এক পানিশেবল ক্রাইম। এর জন্য যে কেউ সাজাপ্রাপ্ত হতে পারেন।

ওই সেনা কর্মকর্তা আরও বলেন, আপনার জন্য সময় দেওয়া হচ্ছে ৭ মিনিট। ৭ মিনিটের মধ্যে আপনাদের সাইডে দাঁড়িয়ে যেতে হবে। যদি সড়ক না ছাড়েন, তাহলে আপনার দাবির ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আগে রাস্তা ক্লিয়ার করতে হবে। আমি পরিষ্কার বলছি, ৭ মিনিটের মধ্যে রাস্তা না ছাড়লে তা আদেশ ভঙ্গ হবে এবং জনভোগান্তি সৃষ্টি করার জন্য আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সেনা কর্মকর্তার ওই বক্তব্যের পর মাত্র ২ মিনিটের মধ্যে শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে সরে যান। পরে ওই এলাকায় পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হয় এবং শ্রমিকদের মধ্যে আলোচনার মাধ্যমে তাদের দাবির কিছু সমাধানও হয়েছে বলে জানা গেছে।

Read Entire Article