সেমিফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
শ্রীলংকার কলম্বোয় জমে উঠছে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ। নেপাল ও শ্রীলংকাকে হারিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে।
সোমবার ভারত-পাকিস্তান ম্যাচে নির্ধারিত হয় সেমিফাইনালের লাইন-আপ। উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারত ৩-২ গোলে হারিয়েছে পাকিস্তানকে। দু’বার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল পাকিস্তান, কিন্তু শেষ পর্যন্ত হেরে যায়। তবে আগেই শেষ চারে জায়গা নিশ্চিত করায় গ্রুপ রানার্সআপ হয় তারা। অপরদিকে, তিন ম্যাচের তিনটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত।