সেরা অধিনায়ক কে? অপ্রত্যাশিত নাম বলে চমকে দিলেন দ্রাবিড়

2 weeks ago 11

ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড় দীর্ঘ ১৬ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। খেলোযাড়ি জীবনে মোহাম্মদ আজহারউদ্দিন, সৌরভ গাঙ্গুলী, অনিল কুম্বলে, মহেন্দ্র সিং ধোনির অধীনে খেলেছেন তিনি। নিজেও দায়িত্ব পালন করেছেন অধিনায়কের। তবে সেরা অধিনায়কের নাম বলতে গিয়ে দ্রাবিড় এমন একজনের নাম বলেছেন যিনি কখনোই ভারতকে নেতৃত্ব দেননি। 

‘দ্য ওয়াল’ খ্যাত দ্রাবিড় রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব শো ‘কুট্টি স্টোরিজ উইথ অ্যাশ’–এ সেরা অধিনায়কের নাম প্রকাশ করেন। কিংবদন্তি এই ক্রিকেটারের চোখে সেরা অধিনায়ক ভারতের প্রয়াত সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান ভি বি চন্দ্রশেখর। আন্তর্জাতিক ক্রিকেটে অপরিচিতি মুখ চন্দ্রশেখর প্রথম শ্রেণির ক্রিকেটে তামিলনাড়ুর হয়ে নেতৃত্ব দিয়েছেন। 

রাহুল দ্রাবিড় জানান, ক্যারিয়ারের শুরুর দিকে চন্দ্রশেখরের নেতৃত্বে খেলাকে তিনি বেশ উপভোগ করেছেন। তার জেতার জন্য যে মানসিকতা তা মুগ্ধ করেছিল দ্রাবিড়কে। 

‘দ্য ওয়াল’ খ্যাত এই ক্রিকেটোর এ প্রসঙ্গে বলেন, ‘আমি সত্যিই ভি বি চন্দ্রশেখরের নেতৃত্বে খেলা খুব উপভোগ করেছি। আমার ক্যারিয়ারের শুরুতে তামিলনাড়ুর হয়ে তার নেতৃত্বে লিগ ক্রিকেট খেলার সময় অনেক কিছু শিখেছি। জেতার মানসিকতা, প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব এসব শিখেছি।’

ভি বি চন্দ্রশেখর তামিলনাড়ুর হয়ে ৮১টি ম্যাচে ৪৩.০৯ গড়ে করেছেন ৪ হাজার ৯৯৯ রান। ১৯৮৮ থেকে ১৯৯০ সালের মধ্যে ভারতের হয়ে খেলেছেন সাতটি ওয়ানডে যেখানে তার রান ৮৮। 

Read Entire Article