সোনাইমুড়ী উপজেলা যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার

4 weeks ago 17

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা যুবলীগের আহ্বায়ক খলিলুর রহমান খলিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার সোনাইমুড়ী বাজারের বড় মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার খলিলুর রহমান খলিল সোনাইমুড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় ৬ নম্বর আসামি খলিলুর রহমান। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আরও কয়টি মামলা রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার সকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।  

Read Entire Article