সোনারগাঁ আ.লীগের সভাপতি গ্রেপ্তার

2 weeks ago 10

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়া। এ মামলায় রোববার রাতে বসুন্ধরা আবাসিক এলাকাধীন ই-ব্লকের ২৯৫নং ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

Read Entire Article