সৌরভ গাঙ্গুলীর চরিত্র নিয়ে নার্ভাস রাজকুমার

2 months ago 7
ভারতে ক্রিকেট ও বলিউড—এই দুটি এক সুতোয় বাঁধা। তাই যখন এই দুই জগৎ একত্রিত হয়, তখন ভক্তদের উত্তেজনার সীমা থাকে না। এম এস ধোনি ও কপিল দেবের মতো কিংবদন্তি ক্রিকেটারদের জীবনীভিত্তিক সিনেমার পর, অনেকদিন ধরেই ভক্তরা অপেক্ষা করছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর ওপর একটি সিনেমার জন্য। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। [সূত্র: বলিউড বাবল] এদিকে, আসন্ন বায়োপিকে অভিনেতা রাজকুমার রাও নিশ্চিত করেছেন যে, তিনি সৌরভ গাঙ্গুলীর ভূমিকায় অভিনয় করবেন। এ নিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে তিনি বলেন, ‘যেহেতু দাদা (সৌরভ) ইতোমধ্যে বলেছেন আমি তার চরিত্রে অভিনয় করছি, তাই আমি এখন আনুষ্ঠানিকভাবে বলতে পারি—হ্যাঁ, আমি তার বায়োপিকে অভিনয় করছি। তবে আমি নার্ভাস… এটা এক বিশাল দায়িত্ব।’ এই চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে অনেকদিন ধরেই নানা গুজব চলছিল। রণবীর কাপুর ও আয়ুষ্মান খুরানার মতো বড় নামগুলোও আলোচনায় ছিল। তবে সৌরভ গাঙ্গুলী সম্প্রতি রাজকুমার রাওয়ের প্রশংসা করেছিলেন, যা স্পষ্ট ইঙ্গিত দেয় যে তিনি এই সিদ্ধান্তকে সমর্থন করছেন। বর্তমানে রাজকুমার রাও ব্যস্ত তার পরবর্তী ছবি ‘মালিক’-এর প্রচারে, যা ১১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।
Read Entire Article