স্কাইডাইভিংয়ে প্রায় ৪১ হাজার ৮শ’ ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে ঝাঁপ দিয়ে প্যারাশুট ছাড়া প্রায় ৩৭ হাজার তিনশো ফুট ফ্রি ফল করে গিনেস বুকে নাম লিখিয়েছেন আশিক চৌধুরী। সাথে ছিলো বাংলাদেশের পতাকা। গিনেসের ‘গ্রেটেস্ট ডিসট্যান্স ফ্রি ফল উইথ অ্যা ফ্ল্যাগ’-শাখায় তার সাথে বাংলাদেশেরও এই অর্জন।
The post স্কাইডাইভিংয়ে বাংলাদেশের পতাকা নিয়ে গিনেস বুকে নাম লিখিয়েছেন আশিক চৌধুরী appeared first on চ্যানেল আই অনলাইন.