স্ত্রী-ভাইসহ সাবেক এমপি ইকবাল হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

3 months ago 38

গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, স্ত্রী নিগার সুলতানা ঝুমা এবং ইকবালের ভাই মোহাম্মদ সাখাওয়াত হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (১ জুন) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের সহকারী পরিচালক সাইদুল ইসলাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে এ আবেদন করেন। আবেদনে বলা হয়, ইকবাল হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

অনুসন্ধানের স্বার্থে তাদের বক্তব্য প্রদানের জন্য বিধি মোতাবেক পত্র জারি করা হয়। তবে তারা নির্দিষ্ট তারিখ ও সময়ে বক্তব্য প্রদানের জন্য হাজির হননি। অভিযুক্ত ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিতকরণ প্রয়োজন।

Read Entire Article