স্ত্রী-মেয়েসহ সাবেক হুইপ স্বপনের সম্পদ জব্দের আদেশ

2 weeks ago 11

জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, তার মেয়ে নুযাইমা মাহমুদ ও স্ত্রী মেহবুবা আলমের নামে থাকা বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ এবং শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৭ আগস্ট) এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত।

আবু ‎সাঈদ আল মাহমুদ স্বপনের জব্দকৃত স্থাবর সম্পদের মূল্য ২ কোটি ৮০ লাখ টাকা। এ ছাড়া, তার নামে থাকা বিভিন্ন ব্যাংকের হিসাবে ১৬ লাখ ১৯ হাজার ৮৫৯ টাকা এবং ২ কোটি ২২ লাখ ২৩ হাজার ৯০০ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

তার স্ত্রীর মেহবুবা আলমের নামে থাকা ২ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্থাবর ও ৭৭ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা মূল্যের অস্থাবর সম্পদ এবং তার মেয়ের নামে থাকা ১৫ লাখ ৬৩ হাজার ৮০০ টাকা মূল্যের বিনিয়োগ অবরুদ্ধে আদেশ দিয়েছেন আদালত।

‎এছাড়াও, সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খানের স্ত্রী আফরোজা সুলতানার নামে থাকা ২ কোটি ২৮ লাখ ৭৮ হজার ১৯০ টাকা মূল্যের স্থাবর সম্পদ জব্দেরও আদেশ দেন আদালত।

এমআইএন/এএমএ/এমএস

Read Entire Article