১৪ কোটি ৬০ লাখ ৩ হাজার ২০৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সি অ্যান্ড এফ এজেন্ট ও ইউরো এশিয়া শিপিং এজেন্টের মালিক মো. আবদুল মান্নান পাটোয়ারী ও তার স্ত্রী শিউলী আক্তারের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৮ জানুয়ারি) দুদকের সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা দুটি দায়ের করেন।
প্রথম মামলার এজাহারে বলা হয়েছে, আসামি মো. আবদুল মান্নান পাটোয়ারী পাঁচ কোটি ১৬ লাখ ৮৩ হাজার ৯৭৭ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
দ্বিতীয় মামলার এজাহারে বলা হয়, আসামি শিউলি আক্তার জ্ঞাত আয়ের সঙ্গে ৮ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২৩০ টাকার অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এসএম/এমআইএইচএস/এএসএম