স্থগিত হওয়া বিশ্বকাপ হতে পারে বাংলাদেশে!

5 days ago 9
আগস্টের ৩ থেকে ১০ আগস্ট ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর। বৈশ্বিক সেই আসরে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ কাবাডি ফেডারেশন দলও ঘোষণা করেছিল। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপ স্থগিত করা হয়।  স্থগিত হওয়া সেই নারী কাবাডি বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। বাংলাদেশ কাবাডি ফেডারেশন এরই মধ্যে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন থেকে সবুজ সংকেত পেয়েছে। বিশ্বকাপ আয়োজনের জন্য ফেডারেশন এখন সরকারের কাছে আবেদন করেছে।  জাতীয় ক্রীড়া পরিষদের বিদায়ী নির্বাহী পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, কাবাডি ফেডারেশনের আবেদন তারা পাঠিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। ক্রীড়া মন্ত্রণালয় সেই আবেদন পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ে। এখন অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বাংলাদেশে বিশ্বকাপ কাবাডি হবে কিনা। উল্লেখ্য, এবারের কাবাডি বিশ্বকাপে ১৪টি দলের অংশ নেওয়ার কথা রয়েছে। 
Read Entire Article