স্পেনের উত্তর-পূর্ব কাতালোনিয়ার তেরাসা শহরে হ্যালোইনের সময় কালো বিড়াল দত্তক নেওয়া সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। সম্ভাব্য অশুভ আচার রোধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর বিবিসির।
স্থানীয় প্রাণী কল্যাণ পরিষেবা জানিয়েছে, গত ৬ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত বিড়ালদের লালন-পালন বা দত্তক গ্রহণের জন্য সব ধরনের অনুরোধ স্থগিত করা হয়েছে। এই পদক্ষেপের উদ্দেশ্য হলো, হ্যালোইন উৎসবের সময় বিড়ালগুলোকে সম্ভাব্য ক্ষতি থেকে বাঁচানো এবং এগুলোকে সাজসজ্জার উপকরণ হিসেবে ব্যবহার থেকে রক্ষা করা।
তেরাসার ডেপুটি মেয়র নোয়েল ডুকে স্পেনের রাষ্ট্রীয় গণমাধ্যম আরটিভিইকে বলেন, হ্যালোইন ঘনিয়ে এলে সাধারণত কালো বিড়াল দত্তকের প্রবণতা বেড়ে যায়।
কালো বিড়াল প্রায়ই জাদুবিদ্যার সঙ্গে সম্পৃক্ত এবং পশ্চিমা সংস্কৃতিতে দুর্ভাগ্য হিসেবে দেখা হয়। তবে জাপান এবং মিশরসহ অন্যান্য অনেক দেশে আবার তাদের সমৃদ্ধি এবং ভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয়।
তেরাসার সিটি কাউন্সিল জানিয়েছে, শহরে কালো বিড়ালের প্রতি নিষ্ঠুরতার কোনো রেকর্ড নেই, তবে অন্যান্য এলাকায় এমন ঘটনা ঘটেছে এবং প্রাণী কল্যাণ গোষ্ঠীগুলোর সতর্কতার পরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডেপুটি মেয়র নোয়েল ডুকে বলেন, আমরা চেষ্টা করছি মানুষকে দত্তক নেওয়া থেকে বিরত রাখতে কারণ এটি ট্রেন্ডি বা আবেগপ্রবণ। এগুলোর ওপর যেন কোনো রকম অমানবিক কার্যকলাপ না হয় সে ধরনের আশঙ্কা থেকেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
টিটিএন