স্বতন্ত্র ভর্তির দাবিতে ইবিতে গণস্বাক্ষর কর্মসূচি

3 weeks ago 19
গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষার পক্ষে শিক্ষার্থীদের গণস্বাক্ষর নিয়েছে ইসলামি বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্র ইউনিয়ন। বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী গুচ্ছের পক্ষে স্বাক্ষর দেন। রোববার (১৫ ডিসেম্বর) তারা এ কর্মসূচি পালন করেন। পরে তারা গণস্বাক্ষরের কপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট হস্তান্তর করেন। উপাচার্যের নিকট গণস্বাক্ষরের কপি হস্তান্তরের সময় সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক নুর আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন। ছাত্র ইউনিয়েনের দাবি, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার কারণে শিক্ষার্থীদের যোগ্যতার সঠিক মূল্যায়ন সম্ভব হচ্ছে না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ বৈশিষ্ট্য শিক্ষানীতি বজায় রাখা কঠিন হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তাদের মেধার সঠিক পরিচয় দিতে পারছে না। উপাচার্য অধ্যাপক ড. নকীব মো. নসরুল্লাহ বলেন, পরিস্থিতির আলোকে রাষ্ট্রের দেওয়া নির্দেশিকা আমাদের মেনে চলতে হবে। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়ার বিষয়গুলো প্রশাসন দেখবে। এখানে সাধারণ শিক্ষার্থীদের দাবি থাকতে পারে, তবে তারা ভর্তি কার্যক্রমকে নিয়ন্ত্রণ করতে পারে না। তবে শিক্ষার্থীদের কথাগুলো আমি মিটিংয়ে প্রস্তাব করব। প্রসঙ্গত, এর আগে গত ৯ ডিসেম্বর স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে মানববন্ধন ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে ছাত্র ইউনিয়ন।
Read Entire Article