আলোচনার জন্য সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছেন জুলাই মঞ্চের চার প্রতিনিধি। মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুল ইসলামসহ চারজন ভেতরে প্রবেশ করেন।
প্রবেশের আগে আরিফুল ইসলাম তালুকদার জানান, তাদের চার সদস্যের প্রতিনিধিকে আলোচনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডেকেছে।
এর আগে সোমবার (২৬ মে) রাত থেকে সচিবালয়ের সামনে অবস্থান নেয় জুলাই মঞ্চ। তারা সচিবালয় ও এনবিআরসহ বাংলাদেশে থাকা দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের আমলাদের উৎখাতের দাবিতে ‘ফ্যাসিবাদ উৎখাত যাত্রা’ কর্মসূচি পালন করছে।
সচিবালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবেন জানান জুলাই মঞ্চের নেতারা।
আরও পড়ুন
জুলাই মঞ্চের আন্দোলনকারীরা জানান, ফ্যাসিবাদী আমলারা বাংলাদেশকে অচল করার জন্য নীলনকশায় মেতে উঠেছে। নতুন করে ফ্যাসিবাদকে নিয়ে আসার জন্য তারা নীলনকশা অঙ্কন করেছে। জুলাইয়ের একটা যোদ্ধা জীবিত থাকতে তাদের এই নীলনকশা বাস্তবায়ন করতে দেবে না।
আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, এসব কর্মকর্তা-কর্মচারীদের উৎখাত করা না হলে আমরা প্রয়োজনে সব ছাত্র এবং জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে কঠোর আন্দোলন কর্মসূচি দেবো।
তিনি বলেন, আমরা এর আগের ফ্যাসিবাদদের তালিকা প্রকাশ করেছি। ওই সময় তিনদিনের সময় দিয়েছিলাম তাদের উৎখাত করার জন্য, কিন্তু সরকার সেটা করেনি।
এনএইচ/ইএ/এমএস