বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেছেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো নয়, বরং প্রতিবেশীসুলভ আচরণ হওয়া উচিত।
তিনি বলেন, প্রতিবেশী যেমনই হোক না কেন, তার সঙ্গে সম্পর্কও প্রতিবেশী সূচকে হতে হবে। এই বিষয়টি যদি বিজেপি সরকার বারবার এড়িয়ে যায়, তাহলে মনে হয়, ভারতেরও মানুষের সময় এসেছে নতুন করে বিষয়গুলো নিয়ে ভাবার।
সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গায় বিজয় মেলায় অংশ নিয়ে এসব কথা বলেন নুসরাত তাবাসসুম। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যেগে এ মেলা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে শুরু হওয়া এ মেলায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।
মেলায় ৩৫টি স্টলে জেলার বিভিন্ন উদ্যোক্তারা অংশ নিয়েছেন। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় মঞ্চে গানের পাশাপাশি গ্রামবাংলার ঐতিহ্যবাহী সাপের খেলা দেখানো হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার সভাপতি আসলাম অর্ক, সাধারণ সম্পাদক সাফফাতুল ইসলাম, মুখ্য সংগঠক সজিবুল ইসলামসহ কুষ্টিয়া ও মেহেরপুর জেলার নেতারা।
হুসাইন মালিক/এসআর/এমএস