স্বাস্থ্যসেবা-সুরক্ষা অধ্যাদেশ সম্পর্কে মতামত আহ্বান মন্ত্রণালয়ের

2 months ago 35

জাতীয় সংসদ বিলুপ্তির পরিপ্রেক্ষিতে সংবিধান অনুসারে স্বাস্থ্যসেবা নিশ্চিত ও সার্বজনীন সুরক্ষার লক্ষ্যে ‘স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন- ২০২৪’ প্রণয়ন করতে চায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এরই মধ্যে প্রণীত হয়েছে এর খসড়া অধ্যাদেশ। সে সম্পর্কে জনমত জানতেও আগ্রহী মন্ত্রণালয়।

সোমবার (১৮ নভেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগের ওয়েবসাইটে অধ্যাদেশ সম্পর্কে মতামত আহ্বান করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, ‘স্বাস্থ্যসেবা ও সুরক্ষা অধ্যাদেশ-২০২৪’ আইনে পরিণত হলে পাবলিক, স্বায়ত্তশাসিত ও বেসরকারি স্বাস্থ্য সেবাদানকারী সব প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে উল্লেখ করে বলা হয়েছে। স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্বাস্থ্য সেবাগ্রহীতার সুরক্ষা প্রদান এবং প্রতিষ্ঠানগুলোর দায়বদ্ধতা নিশ্চিতের লক্ষ্যে এ অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে।

এতে দেশে নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যথাযথ পরিচালনা ও নিয়ন্ত্রণে প্রণীত ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’ রহিত করা হবে বলেও উল্লেখ রয়েছে।

এর আগে ১৩ নভেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব উম্মে হাবিবা এ অধ্যাদেশ অনলাইনে প্রকাশ করার আদেশ দেন।

এএএম/এমএএইচ/এমএস

Read Entire Article