স্মার্ট লেনদেনে এক ধাপ এগিয়ে গুগল ওয়ালেট, কী পাচ্ছেন গ্রাহকরা?

2 months ago 5

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগল ওয়ালেট (গুগল পে)। গুগল, সিটি ব্যাংক, ভিসা এবং মাস্টারকার্ডের যৌথ উদ্যোগে এ সেবার সূচনা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের ব্যবহারকারীরা আন্তর্জাতিক মানসম্পন্ন একটি আধুনিক এবং সুরক্ষিত ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের সুযোগ পাচ্ছেন।

বৈশ্বিক গ্রহণযোগ্যতা : গুগল ওয়ালেটের মাধ্যমে এখন বাংলাদেশের ব্যবহারকারীরা সিটি ব্যাংকের ভিসা ও মাস্টারকার্ড ব্যবহার করে যে কোনো আন্তর্জাতিক এনএফসি-পস টার্মিনালে লেনদেন করতে পারবেন। এতে করে দেশের বাইরে ভ্রমণ বা আন্তর্জাতিক পেমেন্ট আরও সহজ ও নিরবচ্ছিন্ন হবে।

ফ্রিল্যান্সার ও আন্তর্জাতিক লেনদেনকারীদের জন্য উপযোগী : গুগল ওয়ালেট বিশেষভাবে উপযোগী হবে ফ্রিল্যান্সার, শিক্ষার্থী এবং উদ্যোক্তাদের জন্য। আন্তর্জাতিক মার্কেটপ্লেসে সাবস্ক্রিপশন ফি প্রদান, পণ্য বা সেবার মূল্য পরিশোধ কিংবা রেমিট্যান্স গ্রহণ সবই হবে আরও সহজ ও দ্রুত।

ট্যাপ-টু-পে প্রযুক্তি : ব্যবহারকারীরা এখন তাদের অ্যান্ড্রয়েড ফোনে এনএফসি সক্রিয় করে যে কোনো এনএফসি-সাপোর্টেড পস টার্মিনালে ফোন ছুঁয়ে পেমেন্ট করতে পারবেন। এতে করে কার্ড বহনের প্রয়োজন হবে না এবং পুরো পেমেন্ট প্রক্রিয়া হয়ে উঠবে আরও নিরাপদ ও দ্রুত।

উন্নত নিরাপত্তা ও এনক্রিপশন : গুগল ওয়ালেট ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখতে টোকেনাইজেশন ও উন্নত এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে। এতে কার্ড নম্বর কোথাও সংরক্ষিত থাকে না এবং ফোন হারিয়ে গেলেও গুগলের ফাইন্ড মাই ডিভাইস ফিচারের মাধ্যমে ওয়ালেট ব্লক করে দেওয়া সম্ভব।

ফি-বিহীন ও স্বচ্ছ লেনদেন : গুগল ওয়ালেট ব্যবহারে আলাদাভাবে কোনো চার্জ নেওয়া হচ্ছে না। স্থানীয় লেনদেনে সাধারণত কোনো অতিরিক্ত খরচ থাকে না। আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের নির্ধারিত ফি প্রযোজ্য হতে পারে।

এক্সটেন্ডেড ইউজ-কেস : গুগল ওয়ালেট কেবল পেমেন্টেই সীমাবদ্ধ নয়। ভবিষ্যতে এতে সংযুক্ত হবে ট্রানজিট পাস, বিমান বোর্ডিং পাস, সিনেমা বা ইভেন্টের টিকিট এবং ইউটিউব প্রিমিয়াম এর মতো ডিজিটাল সাবস্ক্রিপশন পরিষেবাসমূহ।

বিবেচ্য বিষয়সমূহ : বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে, বিশেষ করে পাঁচ হাজার টাকার ওপরে, পিন কোড প্রয়োজন হতে পারে। এ ছাড়া কিছু নির্দিষ্ট ফিচারের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হতে পারে। বর্তমানে গুগল ওয়ালেট শুধু সিটি ব্যাংকের ভিসা বা মাস্টারকার্ড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত এবং এতে কিউআর ভিত্তিক পেমেন্ট যেমন বিকাশ, নগদ বা রকেটের মতো সেবা যুক্ত হয়নি।

ব্যবহার শুরু করার ধাপসমূহ : প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে এসএফসি সক্রিয় করতে হবে। এরপর গুগল প্লে স্টোর থেকে গুগল ওয়ালেট অ্যাপ ডাউনলোড করে সিটি ব্যাংকের ভিসা বা মাস্টারকার্ড যুক্ত করতে হবে। নিরাপত্তার জন্য পিন অথবা বায়োমেট্রিক সুরক্ষা চালু করে অ্যাক্টিভেশন সম্পন্ন করলেই ব্যবহার শুরু করা যাবে।

গুগল ওয়ালেটের মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি নতুন মাত্রা যুক্ত হলো। এটি শুধু প্রযুক্তির অগ্রযাত্রাই নয়; বরং একটি নিরাপদ, স্মার্ট ও আন্তর্জাতিক মানের আর্থিক সেবার নতুন দিগন্ত উন্মোচন।

Read Entire Article