স্মার্টওয়াচে কেন নিজের ছবি বসাচ্ছেন ব্যবহারকারীরা?

4 days ago 4

একটা সময় ছিল যখন হাতঘড়ির কাঁটায় শুধু সময়ই ধরা দিত। সেই দিন অনেক পেরিয়ে এসেছে। এখন কেবল সময় নয়, প্রযুক্তির এই ক্ষুদ্র যন্ত্রে জমা হচ্ছে একেকজন মানুষের ব্যক্তিগত অনুভূতি, স্মৃতি আর নিজস্বতা। স্মার্টওয়াচের ডিজিটাল ফেসে নিজের ছবি বসানো আজকাল ব্যক্তিত্বের প্রকাশ।

স্মার্টওয়াচ বাজারে আসার শুরুতে নির্মাতারা বিভিন্ন ধরনের প্রি-লোডেড ওয়াচ ফেস দিয়েছিল। কোনোটিতে ছিল কালো-সাদা ডিজাইন, আবার কোনোটিতে জ্যামিতিক নকশা কিংবা অ্যানালগ ঘড়ির আদল। কিন্তু প্রযুক্তি যত এগোচ্ছে, ব্যবহারকারীরা ততই চাইছেন নিজের ইচ্ছামতো সাজিয়ে নিতে এই ছোট্ট স্ক্রিনকে।

মানুষ আজকাল শুধু ফ্যাশন কিংবা পোশাকেই নয়, প্রযুক্তি গ্যাজেটেও নিজের স্টাইলকে ফুটিয়ে তুলতে চাইছে। অনেকেই ঘড়ির ডায়ালে নিজের ছবি বসিয়ে দেন, কেউ আবার পরিবার, সন্তান বা প্রিয়জনের ছবি ব্যবহার করেন। এটি তাদের কাছে যেমন সৌন্দর্যের আলাদা ধরন, তেমনি মানসিক সংযোগেরও ব্যাপার। দিনের ব্যস্ত সময়ে এক ঝলক প্রিয়জনের মুখ দেখা অনেককেই নতুন উদ্যম দেয়।

আজকের ব্যবহারকারীরা প্রযুক্তিকে কেবল কাজের হাতিয়ার হিসেবে নয়, স্মৃতির সংরক্ষণাগার হিসেবেও ব্যবহার করছেন। ভ্রমণের ছবি, বন্ধুর সঙ্গে কাটানো মুহূর্ত, কিংবা বিশেষ কোনো দিনের ছবি এসব যখন স্মার্টওয়াচের ফেসে উঠে আসে, তখন সেটি হয়ে ওঠে চলমান এক ফটো অ্যালবাম।

স্মার্টওয়াচ নির্মাতারাও এই চাহিদা বুঝতে পেরেছেন। তাই প্রায় সব ব্র্যান্ডেই বর্তমানে ‘কাস্টম ওয়াচ ফেস’ ফিচার রাখা হচ্ছে। অ্যান্ড্রয়েড ওয়েয়ার কিংবা অ্যাপল ওয়াচ সবখানেই খুব সহজে ব্যবহারকারীরা নিজেদের ছবি সেট করতে পারেন। এমনকি অনেক অ্যাপ আছে যেগুলোতে ঘড়ির ফেস কাস্টমাইজ করে ছবি, অ্যানিমেশন বা আর্টওয়ার্ক বসানো যায়।

কেউ কেউ আবার সচেতনভাবে সামাজিক বার্তা ছড়াতেও এই সুযোগ ব্যবহার করেন। পরিবেশ বাঁচানোর স্লোগান, স্বাধীনতার বার্তা কিংবা প্রিয় কোনো উক্তি সবই দেখা যায় স্মার্টওয়াচে। দিন দিন এটি যেন ক্ষুদ্র কার্যকরী প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। যেখানে প্রযুক্তির সঙ্গে মিশে আছে মানুষের ভাবনা ও মত প্রকাশের স্বাধীনতা।

প্রযুক্তি খাত বিশ্লেষণ করলে বোঝা যায়, গ্রাহকদের অফুরন্ত চাহিদা মাথায় রেখে, সামনে আরও উন্নত কাস্টমাইজেশন আসতে চলেছে। শুধু ছবি নয়, ভিডিও ক্লিপ বা লাইভ অ্যানিমেশনও দেখা যাবে স্মার্টওয়াচের ফেসে। এর ফলে ব্যবহারকারীর অভিজ্ঞতা হবে আরও ব্যক্তিগত ও আবেগঘন।

তাই আমরা বলতে পারি স্মার্টওয়াচ এখন শুধু সময় জানানোর যন্ত্র নয়, নিজের গল্প বলার মাধ্যম‌ও বটে। ব্যবহারকারীরা যখন নিজের ছবি সেখানে বসান, তখন এটি হয়ে ওঠে ব্যবহারকারীর প্রিয় বস্তু।

স্মার্টওয়াচে নিজের ফেস যুক্ত করা খুবই সহজ। এজন্য-
>> প্রথমে স্মার্টওয়াচের সঙ্গে যুক্ত অফিশিয়াল অ্যাপ ফোনে ইন্সটল করতে হবে।
>> এরপর কাস্টম ফেইস অপশনে গিয়ে ফোনের স্টোরেজ থেকে ছবি নির্বাচন করতে হবে।
>> এরপর স্ক্রিনে দেখা ছবিকে ক্রপ কিংবা জুম ইন, জুম আউট করতে হবে। চাইলে পজিশন পরিবর্তন করে ইচ্ছামতো মানিয়ে নেওয়া যায়। চাইলে তারিখ, ব্যাটারি শতাংশ কিংবা অন্যান্য উইজেটও ছবির সঙ্গে যুক্ত করা সম্ভব।

কেএসকে/জেআইএম

Read Entire Article