সড়ক ছাড়লেন পোশাকশ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

3 hours ago 4

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে প্রায় ৭ ঘণ্টা সড়ক অবরোধ করেন পোশাক কারখানার শ্রমিকরা। এ অবরোধের কারণে বনানীসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। তবে বেলা দেড়টার দিকে সড়ক থেকে সরে গেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এখন সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

jagonews24.com

বনানী থানা সূত্রে জানা যায়, আজ সোমবার (১০ মার্চ) সকাল ৬টা ৪১ মিনিটের দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় কলাবাহী একটি পিকআপের চাপায় মিনা আক্তার নামে এক নারী পোশাকশ্রমিক নিহত হন। এর প্রতিবাদে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। তারা বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ থেকে মহাখালীর আমতলী পর্যন্ত সড়কে অবস্থান নেন। এতে দুই পাশের সড়কে শত শত গাড়ি আটকে পড়ে।

পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন চলাকালে সিসিটিভি ফুটেজ দেখে তেজগাঁও বাসস্ট্যান্ড থেকে পিকআপটি আটক করা হয়। তবে চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জাগো নিউজকে বলেন, রমজানের মধ্যে সড়ক অবরোধ করা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে বেলা দেড়টার দিকে পুলিশের অনুরোধে সড়ক ছেড়ে দেন তারা।

এমএমএ/এএমএ

Read Entire Article