সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের

3 hours ago 6

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সোয়াইব ইসলাম নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৪টার দিকে কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোয়াইব ইসলাম কাপ্তাই বিএন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির (বাণিজ্য) ছাত্র। তার বাড়ি কাপ্তাইয়ের পার্শ্ববর্তী রাঙ্গুনিয়া উপজেলার কোদালা গ্রামে।

কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ প্রভাষক কামরুল ইসলাম জানান, শুক্রবার বিকালে চট্টগ্রাম-কাপ্তাই প্রধান সড়কের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালের সামনে সোয়াইব ইসলামের মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান সোয়াইব। পরে স্থানীয়রা তাকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

কাপ্তাই বিএন স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম বলেন, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে রাত ১০টায় জানাজা শেষে গ্রামের বাড়ি কোদালা গ্রামে পারিবারিক কবরস্থানে সোয়াইবের মরদেহ দাফন করা হয়েছে।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি (তদন্ত) সুজন হাওলাদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Read Entire Article