শোনা যাচ্ছিল, ইংল্যান্ড সফরের আগেই নেতৃত্ব হারাতে পারেন রোহিত শর্মা। ৩৮ বছর বয়সী এই অধিনায়কের ওপর আর আস্থা রাখতে চাইছেন না ভারতীয় নির্বাচকরা।
সেটা আর দরকার পড়লো না। টেস্ট ফরম্যাট থেকে অবসরই ঘোষণা করে ফেললেন রোহিত। ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলানো এই অধিনায়ক সাদা পোশাক তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
সীমিত ওভারের ক্রিকেটে দারুণ উজ্জ্বল হলেও ক্যারিয়ারের শুরুর দিকে টেস্টে তেমন বড় প্রভাব ছিল না রোহিতের। তবে এরপর নিজেকে ভেঙেছেন। টেস্টেও করেছেন অপরিহার্য।
ভারতের হয়ে ৬৭ টেস্টে ৪ হাজার ৩০১ রান করেছেন রোহিত। ৪০.৫৭ গড়ে নামের পাশে আছে ১২টি সেঞ্চুরি এবং ১৮টি হাফসেঞ্চুরি। টেস্টে তার সর্বোচ্চ ইনিংস ২১২ রানের।
বিস্তারিত আসছে
এমএমআর/