হঠাৎ মোটরসাইকেলে বিষধর সাপ, এরপর যা ঘটল 

2 months ago 7

নোয়াখালী হাতিয়ায় একটি দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলের মধ্যে বিষধর সাপ পাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মসজিদ মার্কেটসংলগ্ন প্রধান সড়কে এ ঘটনাটি ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মোটরসাইকেলের মালিক হামদর্দ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। তিনি বাইরে বের হওয়ার পর বৃষ্টির কারণে একটি ফার্মেসিতে অবস্থান করেন। বৃষ্টি কমলে তিনি মোটরসাইকেলে ওঠার জন্য সামনে এগিয়ে আসলে হঠাৎ করে একটি শব্দ শুনতে পান। তখন তিনি দ্রুত মোটরসাইকেলে কাছ থেকে সরে গিয়ে মোবাইলের আলো জ্বালিয়ে দেখেন একটি সাপ ফণা তুলে আছে। তিনি ভয়ে আরও দূরে সরে যান। সাপটি দেখতে অনেকে ভিড় করেন। পরে কয়েকজন এসে সাপটি বের করার চেষ্টা করেন। গাড়ির সাইড কাভার ও সিট কভার খুলে সাপটি বের করে মেরে ফেলেন। 

গাড়ির মালিক জানান, সাপটি ভেতরে কখন ঢুকল বুঝতে পারলাম না। একটুর জন্য আল্লাহ রক্ষা করেছে।

উপস্থিত অনেকে বলছেন, কয়েকদিন হাতিয়ায় প্রচুর বৃষ্টির হচ্ছিল। আর এই বৃষ্টির কারণে সাপটি গাড়ির মধ্যে ঢুকে গেছে। এটি একটি বিষাক্ত সাপ। 

হাতিয়া শহর বণিক কল্যাণ সমিতির সেক্রেটারি সুমন খান বলেন, ঘটনাটি দেখার জন্য অনেকে জড়ো হয়। অনেকে ফেসবুকে লাইভ দিয়েছে।  পরে কয়েকজন মিলে সাপটি বের করে মেরে ফেলে। 

তিনি বলেন, যখন বৃষ্টি হয় তখন সাপের গর্তে পানি ঢুকলে তারা নিজ বাসা থেকে বেরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। এ কারণে অনেক সময় ফাঁকফোকর দিয়ে সরীসৃপ এই প্রাণী ঢুকে পড়ে। 

Read Entire Article