হতাহত চার পরিবারকে ১২ লাখ টাকা অনুদান দিলো বিআরটিএ

3 months ago 30

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনার হতাহত চারজনের পরিবারকে ১২ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার (১৯ মে) বিকেলে নগরীর বালুছড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম মেট্রো সার্কেল-২ কার্যালয়ে আহত তিনজনকে এবং নিহত একজনের মায়ের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

বিআরটিএ চট্টমেট্রো সার্কেল-২ এর উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী অনুদানের এসব চেক হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. ওমর ফারুক, জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থি, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সলিমুল্লাহ্।

দুর্ঘটনায় আহত ক্ষতিগ্রস্ত রমজান ও জাহেদুলকে তিন লাখ টাকা করে, আহত মোহাম্মদ রমজান আলীকে এক লাখ টাকা এবং নিহত মোস্তাকিনের মা শাহনাজ বেগমকে ৫ লাখ টাকার চেক দেওয়া হয়।

এ সময় উপ-পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী বলেন, চট্টগ্রাম শহর ও জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত চার পরিবারকে ১২ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। এরমধ্যে রমজান ও জাহেদুল গুরুতর আহত। তাদের চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা নেই। তাদের তিন লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি আহত জাহেদুলকে এক লাখ টাকা এবং নিহত মোস্তাকিনের মাকে ৫ লাখ টাকার চেক দেওয়া হয়েছে।

এমডিআইএইচ/জেএইচ/জেআইএম

Read Entire Article