হতাহত শিক্ষার্থীর সংখ্যা নিরূপণের কাজ চলছে: শিক্ষামন্ত্রী

1 month ago 49

কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহত শিক্ষার্থীর সংখ্যা কত, তা নিরূপণ করাটা খুবই কঠিন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তবুও সরকার এ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেনি তিনি।

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে গুলশানে আইনমন্ত্রীর বাসভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এসব কথা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন প্রমুখ।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের আগে খুঁজে বের করতে হবে এসব সহিংসতার পেছনে কারা ছিল। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুরোপুরি না খুললে হতাহতদের মধ্যে শিক্ষার্থীদের সংখ্যা কত তা সঠিকভাবে নিরূপণ করা এতটা সহজ হবে না।’

এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থী হতাহতের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত চলছে। সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা কোনো কথা বলবো না।’

আনিসুল হক বলেন, ‘কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে জামায়াত-শিবির ও বিএনপি ঢুকে পড়ে আন্দোলনকে সহিংসতার দিকে নিয়ে গেছে। শিবির-ছাত্রদলের জঙ্গিরা এ আন্দোলনে ঢুকে পড়ে আন্দোলনকে সংহিস করেছে। আমরা ধৈর্য ধারণ করেছি, এখনও ধৈর্য ধারণ করছি। কারণ তারা কোমলমতি শিক্ষার্থী।’

এএএইচ/এমআরএম

Read Entire Article