হত্যা মামলায় হাজি সেলিমের ছেলে সোলায়মান সেলিম কারাগারে

2 months ago 30

চকবাজার মডেল থানার হত্যা মামলায় হাজি সেলিমের বড় ছেলে এবং ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সোলায়মান সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সোলায়মান সেলিমকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার মডেল থানার পরিদর্শক মো. আবুল খায়ের। তবে আদালতে মূল নথি না থাকায় রিমান্ড শুনানি পরে অনুষ্ঠিত হবে মর্মে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদের আদালত।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট চানখাঁরপুল মোড়ে ছাত্র-জনতা শান্তিপূর্ণ আন্দোলনে হোসেনী দালান এলাকার কাজল প্লাস্টিক কারখানায় কর্মরত মো. রাকিব হাওলাদার আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এলোপাথাড়ি গুলিতে পেটে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর রাকিববের বাবা মো. জাহাঙ্গীর হোসেন চকবাজার মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার প্রেক্ষিতে বুধবার (১৩ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ। জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সোলায়মান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। সোলায়মান সেলিম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হন। তার পিতা সাবেক সংসদ সদস্য হাজি সেলিমও বর্তমানে কারাগারে আছেন।

Read Entire Article