বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মা নীলা চৌধুরী দাবি করেছেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অথচ দীর্ঘ ২৯ বছর ধরে মামলাটিকে আত্মহত্যা হিসেবে প্রমাণের চেষ্টা করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সালমান শাহর মা দাবি করেন, যারা মামলার সব কিছু নষ্ট করে এটাকে আত্মহত্যা বলে প্রমাণ করতে চাইল? এটার বিচারও আমরা আদালতের কাছে চাইব। এটা আমার মূল দাবি। বাকি তো আসামিদের বিচার হবেই।’
আজ (সোমবার) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হকের আদালত সালমান শাহের মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা দায়ের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে এ রায় দেন।
তিনি বলেন, ‘আমার ছেলে আত্মহত্যা করেনি— এটা আমি প্রথম দিন থেকেই বলেছি। আজ আল্লাহর রহমতে ন্যায়বিচারের দ্বার খুলেছে। যারা সত্য গোপন করে আত্মহত্যা বলে প্রচার করেছে, তাদের বিচার চাই। পিবিআইয়ের বনজ কুমার, পিপি আব্দুল্লাহ আবুসহ যে জজরা (বিচারক) ২৯ বছর মামলাটিকে বিতর্কিত করেছে, যারা দায়িত্বে গিয়ে মিথ্যা তদন্ত প্রতিবেদন দিয়েছে, তাদের বিরুদ্ধেও আমি আইনসঙ্গত বিচার চাই।’
তিনি আরও বলেন, ‘দেশবাসীর দোয়ায় আজ আমরা ন্যায়বিচারের পথে এক ধাপ এগিয়েছি। আমার আহ্বান, সরকার যেন আসামিদের দেশ ছাড়তে না দেয় এবং দ্রুত তাদের গ্রেপ্তার করে চার্জশিট দেয়।’
অশ্রুসিক্ত কণ্ঠে সালমান শাহর মা বলেন, ‘আমরা সালমান শাহকে আর পাব না, কিন্তু সত্য যেন প্রতিষ্ঠিত হয় এটাই আমার চাওয়া। আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞ, যারা এত বছর আমার সঙ্গে থেকেছেন।’
সালমান শাহর মা বলেন, ‘আসামিদের যেন গ্রেপ্তার করা হয় সেটাই আমার দাবি। আমি আইনের আশ্রয় নিয়েছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আল্লাহর প্রতি আস্থাশীল। আইনে যেটা যেভাবে যাবে, তাদের অ্যারেস্ট করা হবে, তাদের সাক্ষ্য দেবে, চার্জশিট দিবে। চার্জশিট চাই আমি।’