হবিগঞ্জে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ
হবিগঞ্জ মেডিকেল কলেজ স্থানান্তরের অপচেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করা হয়।
শনিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ মেডিকেল কলেজ অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে কলেজের শিক্ষার্থীরা শহরের মেইন সড়ক অবরোধ করেছে।
এ সময় তারা মেডিকেল কলেজ হবিগঞ্জে রাখার দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। প্রায় ঘণ্টাখানেক অবরোধ করে ক্যাম্পাসে ফিরে যায়।
পরে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা। সম্মেলনে বক্তব্য দেন শিক্ষার্থী রিংকু দেব, রিয়েল সরকার, তাসনিমুর রিয়াজ, আকিব মাহমুদ ও আবু হাসান।
তারা জানান, হবিগঞ্জ মেডিকেল কলেজ অন্যত্র স্থানান্তর করা হলে হবিগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তবে হবিগঞ্জ মেডিকেল কলেজ মানহীন যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন বলেও শিক্ষার্থীরা দাবি করেন। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানান।
উল্লেখ্য, হবিগঞ্জ মেডিকেল কলেজ হবিগঞ্জ থেকে অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে ফুঁসে উঠছে জনগণ। ইতোমধ্যে বিভিন্ন ধরনের আন্দোলন করে যাচ্ছে। খুব শিগগিরই ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে অসহযোগ আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।