হাজীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আটক ৯

2 months ago 28
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৯ কিশোর-তরুণকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) থেকে বিশেষ অভিযান শুরু করে মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল পর্যন্ত তাদের আটক করা হয়। জানা গেছে, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশে ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুকের নেতৃত্বে কিশোর গ্যাং, চুরি ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর জন্য সোমবার মোবাইল পেট্রোল ও মোটরসাইকেল পেট্রোল টিম গঠন করে। সোমবার থেকেই গঠিত টিম তাদের কার্যক্রম শুরু করে। পুলিশ জানায়, অভিযান শুরুর পর ৯ কিশোর-তরুণকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এর মধ্যে একজনের সঙ্গে মাদক পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। যদি অপরাধ কার্যক্রমের সঙ্গে তারা জড়িত থাকে বা তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যথায়, তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, হাটবাজারসহ পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর উঠতি বয়সের ছেলেদের দেখতে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ৯ জনকে আটক করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে। অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সন্ধ্যার পর কিশোর-তরুণরা অযথা ঘোরাঘুরি ও অনর্থক আড্ডায় লিপ্ত হয়। এতে এই আড্ডা অসৎ সঙ্গের হলে তারা মাদকাসক্ত ও অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়বে। তাই সন্ধ্যার পর আপনার সন্তানকে ঘরের বাইরে থাকতে দেবেন না।
Read Entire Article