হাট থেকে গরু নিয়ে ফেরার পথে নদে পড়ে যুবকের মৃত্যু

4 months ago 63

কিশোরগঞ্জের হোসেনপুরে কোরবানির গরু হাট থেকে বাড়ি নেওয়ার পথে নদে পড়ে কবির খান (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় উপজেলার জিনারী ইউনিয়নের চর হাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কবির খান ওই এলাকার মৃত হাবিবুর খানের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে হোসেনপুরের হাজীপুর গরুর হাটে কবির গরুটি বিক্রি করেন। পরে কোরবানির আগের দিন পর্যন্ত দেখভাল করার শর্তে গরুটি বাড়িতে ফিরিয়ে আনছিলেন। পথে হঠাৎ গরুটি পাশের ব্রহ্মপুত্রের শাখা নদে লাফ দেয়। গরুর রশি হাতে থাকায় কবিরও পানিতে পড়ে যান। পরে গরুটি উঠলেও কবির নদ থেকে উঠতে পারেননি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন। তিনি জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসকে রাসেল/কেএসআর

Read Entire Article