হাতকড়া নিয়ে মায়ের জানাজা পড়লেন ছাত্রলীগ নেতা

4 weeks ago 16

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন হাতে হাতকড়া পরা অবস্থায় মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। মায়ের মৃত্যুর খবরে কারাগার থেকে প্যারোলে মুক্তি পান তিনি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে জাহাঙ্গীর প্যারোলে চার ঘণ্টার জন্য মুক্তি পান। এর আগে সকাল ৯টার দিকে জাহাঙ্গীরের মা আলেয়া খাতুন (৭০) নিজ বাড়িতে মারা যান। তিনি চুয়াডাঙ্গা সদরের কেদারগঞ্জের বাসিন্দা ছিলেন।

মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেও জানাজার সময় তার হাতকড়া ছিল। এমনকি হাতকড়া পরা অবস্থায় মায়ের মরদেহ কাঁধে নিয়ে কবরস্থানে যান জাহাঙ্গীর।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, গত ১২ নভেম্বর থেকে জাহাঙ্গীর জেলহাজতে। ৫ আগস্ট সংঘর্ষের একটি মামলায় তিনি গ্রেফতার হন। মায়ের মৃত্যুর ঘটনায় পুলিশ লাইনের একটি টিম তাকে প্যারোলে বাড়িতে নিয়ে যায়।

জাহাঙ্গীরের মামা আলাউদ্দিন বলেন, আমার বোন আগেও স্ট্রোক করেছিলেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে সম্ভবত স্ট্রোক করেই মারা গেছেন।

তিনি আরও বলেন, জাহাঙ্গীর জানাজায় অংশ নিয়ে মায়ের জন্য মোনাজাত করতে পেরেছে, এতে আমরা সন্তুষ্ট।

হুসাইন মালিক/এএইচ/জেআইএম

Read Entire Article