হাফ সেঞ্চুরি করে বিদায় নিলেন মুমিনুল, ফিরলেন লিটন-মিরাজও

1 month ago 22

৬৬ রানে দ্রুত ৩ উইকটে পড়ার পর একটা জুটি খুবই প্রয়োজন ছিল বাংলাদেশের। সেই জুটিটা গড়ার চেষ্টা করলেন মুমিনুল হক এবং লিটন দাস। তবে, জুটিটা আশানুরূপ বড় হতে পারলো না। মাত্র ৬২ রানের জুটিটা ভাঙলো ব্যাটারদের ভুলে।

হাফ সেঞ্চুরি করেই নিজের উইকেট বিলিয়ে দিলেন মুমিনুল হক। জাইডেন সিলসের বলে ব্যাট পেতে দিয়েও এলবিডব্লিউ ঠেকাতে পারলেন না তিনি। আম্পায়ার আবেদনে আঙ্গুল তুলে দিলেও রিভিউ নেন মুমিনুল। তাতে লাভ হলো না। স্পষ্ট এলবিডব্লিউ আউট হয়ে ফিরে গেলেন তিনি ১১৬ বলে ৫০ রান করেই।

ভালো খেলছিলেন লিটন দাসও। ৭৬ বলে ৪০ রান করে নিজেকে সেট করে নিচ্ছিলেন তিনি, কিন্তু সেটুকুই। সামার জোসেফের বল বুঝতেই পারেননি। সোজা গিয়ে আঘাত করলো স্ট্যাম্পে। বোল্ড হয়ে গেলেন লিটন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজও বেশিক্ষণ টিকলেন না। ৬৭ বলে ২৩ রান করে বিদায় নেন মিরাজ। অ্যালজারি জোসেফের বলে জাস্টিন লুইস ক্যাচ ধরেন মিরাজের।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের রান ৭১ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৯। ৫ রান নিয়ে জাকের আলি অনিক এবং ৩ রান নিয়ে ব্যাট করছেন তাইজুল ইসলাম। এখনো ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ২৭৯ রান পিছিয়ে বাংলাদেশ।

টেস্টে দিনের প্রথম ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ সেই সময়টা প্রায় কাটিয়েই ফেলেছিলেন মুমিনুল হক আর শাহাদাত হোসেন দিপু। দিপু বেশ দেখেশুনে খেলছিলেন। কিন্তু ঠিকই ভুল করে ফেললেন।

সেই ভুলেই শেষ ৭১ বলে ১৮ রানের ইনিংসটি। কেমার রোচের সুইং বুঝতে না পেরে ব্যাট পেতে দিলেন দিপু, বল চলে গেলো স্লিপে। দলীয় ৬৬ রানে তৃতীয় উইকেট হারালো বাংলাদেশ।

অ্যান্টিগা টেস্টে ২ উইকেটে ৪০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মুমিনুল ৭ আর দিপু ১০ রানে অপরাজিত ছিলেন।

এর আগে জাস্টিন গ্রেভসের সেঞ্চুরিতে ভর করে ৯ উইকেটে ৪৫০ রানের বড় পুঁজি গড়ে প্রথম ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।

আইএইচএস/কেএসআর

Read Entire Article