হাবিবুল্লাহ বাহার কলেজের গভনিং কমিটির সদস্য হয়েছেন মনোয়ারুল 

21 hours ago 5

মোহাম্মদ মনোয়ারুল ইসলামকে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের গভনিংবডির বিদ্যোৎসাহী সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের এক অফিস আদেশে এ মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোয়ারুল ইসলাম তিতাস হাবিবুল্লাহ বাহার কলেজের ছাত্র ছিলেন। নব্বইয়ের দশকে তিনি একই কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে মাস্টার্স পাস করেন।

এছাড়া আইন ও বাণিজ্য বিষয়ে উচ্চতর পড়াশোনা করেন। জাতীয়তাবাদী যুবদলের নিরব-টুকু কমিটিতে সহসাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের চূড়ান্তপর্বের সংগ্রামে তিনি সাহসিকতাপূর্ণ অনন্য নেতৃত্বে ভূমিকা রাখেন। আপন শিক্ষাপ্রতিষ্ঠান হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজকে তিনি ঢাকা মহানগরীর সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় উন্নীত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Read Entire Article