হামলাকারীদের পক্ষ ‌নেওয়ার অ‌ভি‌যো‌গে চার পুলিশ সদ‌স্য ক্লোজড

2 months ago 41

কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলাকারীদের পক্ষ ‌নেওয়ার অ‌ভি‌যো‌গে চার পুলিশ সদ‌স্যকে ক্লোজ করা হ‌য়ে‌ছে।

তারা হলেন ফুলবাড়ী থানার উপপ‌রিদর্শক (এসআই) আব্দুর রশিদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) শামিম, এএসআই শাহানুর ও কনস্টেবল দুলাল চন্দ্র।

বিষয়‌টি নিশ্চিত ক‌রে‌ছেন কুড়িগ্রামের সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মোজাম্মেল হক।

পুলিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, শুক্রবার (১৩ জুন)‌ বি‌কে‌লে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের পূর্ব রাবাইতারি গ্রামের আজিজার রহমানের ছেলেদের ম‌ধ্যে জমি নিয়ে বিরোধের জেরে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে। সংঘর্ষে বড় ভাই মাহাবুর রহমান ভাড়াটে লোকজন নিয়ে ছোট ভাই মফিজুল ইসলামের বাড়িতে হামলা চালান।

হামলাকারীদের পক্ষ ‌নেওয়ার অ‌ভি‌যো‌গে চার পুলিশ সদ‌স্য ক্লোজড

এসময় দায়ের কোপে মফিজুল ইসলাম (৪০), তার স্ত্রী রেহেনা বেগম (২৫) ও ভাবি হালিমা বেগম (৫০) গুরুতর আহত হন। প‌রে স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে পাঠান। বর্তমা‌নে তারা ওই হাসপাতা‌লে চি‌কিৎসাধীন।

সূত্র জানায়, হামলার পর বিক্ষুদ্ধ জনতা মাহাবুর রহমানসহ তার প‌ক্ষের লোকজন‌কে আটক ক‌রে একটি ঘরে অবরুদ্ধ করে রাখেন। প‌রে ৯৯৯ থেকে খবর পেয়ে ফুলবাড়ী থানার চারজন পুলিশ অবরুদ্ধদের উদ্ধার করতে ঘটনাস্থলে যায়। এসময় পুলিশের বিরুদ্ধে হামলাকারীদের পক্ষ নেওয়ার অভিযোগ উঠলে বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলি‌শের বিতণ্ডা হয়। অবস্থা বেগ‌তিক দে‌খে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং অবরুদ্ধদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

কুড়িগ্রামের সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মোজাম্মেল হক জানান, এ ঘটনায় চার পুলিশ সদস্যকে রাতেই কুড়িগ্রাম পুলিশ লাইনসে সংযুক্ত করা (ক্লোজড) হয়েছে। এ বিষ‌য়ে তদন্ত চল‌ছে।

রোকনুজ্জামান মানু/এসআর/জিকেএস

Read Entire Article