পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জরুরি বিভাগে রোগীদের মাইনর সার্জারি ও চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন হারবাল সহকারী সবুজ। বিষয়টি প্রকাশ্যে আসার পর অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে দুদকের পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল লতিফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
দুদক কর্মকর্তা আব্দুল লতিফ জানান, সবুজ নামে ওই ব্যক্তি হাসপাতালের জরুরি বিভাগে রোগীদের কাটাছেঁড়া, ব্যান্ডেজ, ইনজেকশনসহ মাইনর সার্জারি করতেন এমন অভিযোগ ওঠে। বিষয়টি গণমাধ্যমে প্রচারের পর দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে তদন্ত শুরু হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় মঙ্গলবার অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় সবুজ উপস্থিত ছিলেন না, ফলে তাকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে অনিয়মের সত্যতা পাওয়ায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রউফকে সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, সবুজকে জরুরি বিভাগে কাজের সুযোগ দিয়েছিলেন আগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। আমি দায়িত্ব নিয়েছি মার্চ মাসে। এরপর থেকে তাকে ওই দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছি।
মাহমুদ হাসান রায়হান/এনএইচআর/এমএস