হিজবুত তাহরীরের এক সদস্য গ্রেপ্তার

5 hours ago 6

চট্টগ্রামে আবদুল্লাহ আল ফাইয়াজ (২৪) নামে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) নগরীর পাঁচলাইশ এলাকার ওআর নিজাম রোড থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আবদুল্লাহ আল ফাইয়াজ হাটহাজারী উপজেলার বড়দিঘীর পাড় এলাকার আবুল বশরের ছেলে।

পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান বলেন, ফাইয়াজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সাইবার সিকিউরিটি বিষয়ে অধ্যয়নরত। তার আগে তিনি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে পড়তেন। ফাইয়াজের বিরুদ্ধে মামলা হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিনি বলেন, ফাইয়াজের মোবাইল ফোনে হিযবুত তাহরীরের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে।

Read Entire Article