হিটস্ট্রোক সেন্টারের উদ্বোধন, বিনামূল্যে মিলবে চিকিৎসা সেবা

3 months ago 12

ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে চালু করা হলো হিটস্ট্রোক সেন্টার। তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের এখানে বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তত্ত্বাবধানে এই হাসপাতালে ২৫ শয্যাবিশিষ্ট হিটস্ট্রোক সেন্টার সোমবার (১২ মে) উদ্বোধন করেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।

ইমরুল কায়েস চৌধুরী বলেন, তাপপ্রবাহ চলার সময়ে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগী সংখ্যায় বেশি হলে প্রয়োজনে শয্যা সংখ্যা বাড়ানো যাবে। এছাড়া এই হাসপাতালের দ্বিতীয় তলায় আইসিইউর ব্যবস্থা রয়েছে। জটিলতা দেখা দিলে রোগীদের স্থানান্তরের ব্যবস্থা করা হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি অ্যাম্বুলেন্স রয়েছে। নাগরিকরা তাদের প্রয়োজনে ফোন করে অ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করতে পারবে বলে জানান ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।

বর্তমানে শহরজুড়ে তাপপ্রবাহ চলছে, যা ঢাকার মতো ইট, কাঠের নগরে চরম মাত্রায় স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করছে। এ বিষয়টি বিবেচনা করে, চলমান তীব্র দাবদাহ মোকাবিলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের নির্দেশনায় মসজিদ কমিটির মাধ্যমে সকাল ১১টা থেকে মাগরিবের নামাজ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করে, মসজিদের প্রধান কক্ষ এবং অজুখানাগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার ব্যাপারে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের এই জরুরি জনগুরুত্বপূর্ণ সেবাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। হিটস্ট্রোকে আক্রান্ত উত্তর সিটি করপোরেশনের নাগরিকরা ৯৯৯-এ যোগাযোগ করে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন।

এমএমএ/এমএমএআর/এমএস

Read Entire Article