হেফাজতে ইসলামের খুলনা জেলা ও মহানগর কমিটি গঠন

2 weeks ago 18
হেফাজতে ইসলামের খুলনা জেলা ও মহানগর কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) জেলার জামিআ’ ইসলামিয়া আরাবিয়া দারুল উলূম মিলনায়তনে এক কাউন্সিল অধিবেশনে এ কমিটি গঠন করা হয়। এতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুস্তাক আহমাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুহিউদ্দিন রাব্বানী। কাউন্সিলে উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে হেফাজতে ইসলাম খুলনা জেলা শাখায় মাওলানা মুস্তাক আহমাদকে সভাপতি ও মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়াকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে মাওলানা সাখাওয়াত হুসাইনকে সভাপতি ও মুফতি গোলামুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট খুলনা মহানগর কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হুসাইন, সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী বশিরুল্লাহ, কেন্দ্রীয় সহকারী সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর। এ সময় মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- মাওলানা মুস্তাক আহমাদ, মুফতী আব্দুল হাই, মাওলানা শেখ আব্দুল্লাহ, মুফতী ইলিয়াস জাহানাবাদী, মুফতী জিহাদুল ইসলাম, মাওলানা শরীফ সাঈদুর রহমান, মাওলানা ওলিউল্লাহ মাহমুদ, মুফতী জাকির হুসাইন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা মফিজুল ইসলাম, মাওলানা ফজলুল করীম, মাওলানা আব্দুল লতীফ, মাওলানা মোশাররফ হুসাইন, মাওলানা নাসির উদ্দীন কাসেমী প্রমুখ।
Read Entire Article