হোন্ডা-নিসানের একীভূত হওয়ার পরিকল্পনা বাতিল

4 hours ago 5

জাপানের দুই বৃহৎ গাড়িনিমার্তা হোন্ডা মোটর এবং নিসান মোটরের একীভূত হওয়ার সম্ভাবনা আর নেই। এই পরিকল্পনা পুরোপুরি বাতিল করা হয়েছে বলে নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নিজ নিজ বোর্ড সভায় হোন্ডা ও নিসান সিদ্ধান্ত নিয়েছে, তারা ব্যবসায়িক সংমিশ্রণের বিষয়ে আলোচনা বাতিল করবে। জাপানি প্রতিষ্ঠান দুটি একীভূত হওয়ার শর্তাবলীর বিষয়ে একমত হতে ব্যর্থ হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন>>

গত ডিসেম্বর মাসে দুই গাড়িনির্মাতা ঘোষণা দেয়, ২০২৬ সালের আগস্টের মধ্যে তারা একটি যৌথ হোল্ডিং কোম্পানি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে। এ বিষয়ে আলোচনা শুরুর জন্য একটি সমঝোতা স্মারকও সই করেছিল তারা। পরিকল্পনা ছিল, আগামী জুন মাসের মধ্যে একটি অফিসিয়াল চুক্তি হবে।

কিন্তু গত কয়েক সপ্তাহে আলোচনা অনেকটাই স্থবির হয়ে পড়ে। হোন্ডা স্পষ্ট জানায়, যেকোনো অধিগ্রহণ নিসানের ব্যবসায়িক কার্যক্রম পুনরুদ্ধারের ভিত্তিতে হবে। তারা আশা করেছিল, জানুয়ারির শেষে নিসানের একটি টার্নঅ্যারাউন্ড পরিকল্পনা প্রস্তুত হবে। তবে এর ফলাফল নিয়ে অসন্তুষ্ট ছিল হোন্ডা। এর ফলে তারা নিসানকে একটি সাবসিডিয়ারিতে (অধীনস্ত সংস্থা) পরিণত করার প্রস্তাব দেয়, যাতে পুনর্গঠন পদক্ষেপগুলো ত্বরান্বিত করা যায়।

কিন্তু এই প্রস্তাবে নিসানের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। বলা হয়, যেহেতু তারা সমান অংশীদারত্ব হবে এমন ধারণা নিয়ে আলোচনা শুরু করেছিল, তাই এখন এই ধরনের প্রস্তাব গ্রহণযোগ্য নয়।
এর ফলে স্থবির হয়ে পড়ে জাপানের দুই বৃহৎ ব্যবসাপ্রতিষ্ঠানের একীভূত হওয়ার আলোচনা। এবার শেষ পর্যন্ত ভেস্তেই গেলো সেই সম্ভাবনা।

কেএএ/

Read Entire Article