১০ ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করল পুলিশ

2 months ago 9

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই হওয়া দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার নূরে আলম সিদ্দিকীর মোবাইল মাত্র ১০ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জুন) সকালে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। এরপর মোহাম্মদপুর থানার উপ-পুলিশ পরিদর্শক আক্কেল আলীর নেতৃত্বে ও পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীমের নির্দেশনায় অভিযান চালিয়ে মোবাইলটি উদ্ধার করা হয়।

উপ-পুলিশ পরিদর্শক আক্কেল আলী জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দ্রুত অভিযানে নামে পুলিশ। মাত্র ১০ ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে সেটি একাধিকবার হাতবদল হওয়ায় মূল অপরাধীদের এখনো গ্রেপ্তার করা যায়নি। তাদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

সাংবাদিক নূরে আলম সিদ্দিকী জানান, সকালে ছিনতাইয়ের পর তিনি পুরোপুরি হতবুদ্ধি হয়ে পড়েছিলেন। তবে বাংলাদেশ পুলিশের দ্রুত পদক্ষেপে তিনি মোবাইলটি ফেরত পেয়ে স্বস্তি পেয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও জানান, মোবাইল ফোন ফিরে পেলেও ছিনতাই হওয়া গুরুত্বপূর্ণ কাগজপত্র এখনো উদ্ধার হয়নি। এ বিষয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ পুলিশ বাকি জিনিসপত্রও উদ্ধার করতে পারবে।

উল্লেখ্য, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বসিলা ৪০ ফিট বাসস্ট্যান্ডে অফিসের উদ্দেশে বাসের জন্য অপেক্ষা করার সময় দুই ছিনতাইকারী তার ওপর হামলা চালিয়ে মোবাইল, মানিব্যাগ ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নেয় এবং তাকে শারীরিকভাবে আঘাত করে।

Read Entire Article