১০ টাকায় ইলিশের পর এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা
১০ টাকায় ইলিশ বিক্রি করা সেই ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি মাংস বিতরণের একটি পোস্টের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
পোস্টারে দেখা যায়, ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিলের পক্ষ থেকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভাঙ্গা উপজেলায় ১ টাকায় কেজি গরুর মাংস দেওয়ার ঘোষণা দেন।
এ বিষয়ে রায়হান জামিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মাংস বিতরণের বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে জানান, বৃহস্পতিবার গরুর মাংস বিতরণ করব। যাদের এ মাংস দেওয়া হবে তাদের তালিকা করে টোকেন দেওয়া হয়েছে। আমরা আপাতত ১০০ জন অসহায়-দরিদ্রের তালিকা করেছি।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ফরিদপুরের সদরপুর উপজেলায় মাত্র ১০ টাকায় ইলিশ দেওয়ার খবরে বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ সেখানে জড়ো হন। কিন্তু পর্যাপ্ত মাছ না থাকায় উপস্থিত জনতার মধ্যে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে জনতার চাপে স্বেচ্ছাসেবকদের রেখে স্থান ত্যাগ করেন রায়হান জামিল।