১০ বছর পর উইন্ডিজের কাছে বাংলাদেশের সিরিজ হার

2 months ago 48
দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেটে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুঁইয়েছে বাংলাদেশ। ২২৭ রানের লক্ষ্য ক্যারিবীয়রা টপকে গেছে ৩৬.৫ ওভারেই, হাতে ছিল ৭ উইকেট এবং বল ছিল ৭৯টি। ২০১৪ সালের পর এই প্রথম ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হারাল ওয়েস্ট ইন্ডিজ। ওয়ার্নার পার্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংসটা ছিল চড়াই-উতরাইয়ে ভরা। ৭ উইকেটে ১১৫ রানে ধুঁকতে থাকা দলকে উদ্ধার করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান। তাদের ৮ম উইকেট জুটিতে আসে ৯২ রান, যা বাংলাদেশি ব্যাটিংয়ের একটি উজ্জ্বল দিক। মাহমুদউল্লাহ ৬২ রান করে আউট হন, আর তানজিম করেন ৪৫ রান। শেষ পর্যন্ত ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। তবে, এই লক্ষ্য তাড়া করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার এভিন লুইস ও ব্রান্ডন কিং শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। মাত্র ২১ ওভারে উদ্বোধনী জুটিতে তারা ১০৯ রান তুলে ফেলেন। লুইস ৪৯ রানে রিশাদ হোসেনের বলে ক্যাচ দিয়ে ফিরলেও ব্রান্ডন কিং খেলেন ৮২ রানের একটি দারুণ ইনিংস। বাংলাদেশি বোলারদের মধ্যে কিছুটা সাফল্য পেয়েছেন নাহিদ রানা। তিনি ব্রান্ডন কিংকে বোল্ড করে বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দেন। তৃতীয় উইকেটও পড়ে রিশাদ হোসেনের বলে, কিসি কার্টি আউট হন ৪৫ রানে। তবে এরপর শারফেন রাদারফোর্ড দ্রুতই ম্যাচ শেষ করেন। তিনি ১৫ বলে ২ ছক্কাসহ ঝড়ো ২২ রান করেন। বাংলাদেশের বোলাররা এই ম্যাচে ছিলেন বিবর্ণ। শরীফুল ইসলাম, তানজিম সাকিব এবং মেহেদী হাসান মিরাজের বোলিংয়ে ধার ছিল না। সৌম্য সরকারের হাত থেকে ক্যাচ পড়াও ছিল দলের জন্য ব্যর্থতার একটি কারণ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে আনুষ্ঠানিকতার, যেখানে বাংলাদেশকে হোয়াইটওয়াশ এড়াতে লড়তে হবে।
Read Entire Article