১০ বছরের সম্পর্ককে প্রণয় দিতে নাটোরে মালয়েশিয়ান তরুণী

1 day ago 6

প্রেমের সম্পর্ক, অতঃপর আংটি বদল। পরে দীর্ঘ ১০ বছর পর ভিসা পেয়ে বাংলাদেশের নাটোরে এসে প্রেমিক আনিসকে নিয়ে বিয়ের কাজ সম্পন্ন করেছেন মালয়েশিয়ান তরুণী সিটি হাসনা।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে নাটোর আদালত চত্বরে কাজির মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। এসময় আ্যাডভোকেট গোলাম সারোয়ার স্বপন তাদের বিয়ের আইনগত কাজ সম্পন্ন করেন।

এর আগে গতকাল শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নের চরপাড়া এলাকায় প্রেমিক আনিসের বাড়িতে মাকে নিয়ে আসেন মালয়েশিয়ান ওই তরুণী।

প্রেমিক আনিসুর রহমান (৪২) নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নের চরপাড়া এলাকার বাসিন্দা জলিল রহমানের ছেলে। অপর দিকে প্রেমিকা সিটি হাসনা (৩২) মালয়েশিয়ার একটি শহরের বাসিন্দা জাকরির মেয়ে।

পরিবারের তথ্য মতে, ২০১০ সালে মালয়েশিয়ার এক কর্মক্ষেত্রে যান আনিসুর রহমান। কর্মক্ষেত্রে কাজ করার সুবাদে মালয়েশিয়ান তরুণী সিটি হাসনার সঙ্গে পরিচয় হয়। পরে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেম। অতঃপর সেখানেই পারিবারিকভাবে একে অপরের মধ্যে আংটি বদল হয়। পরবর্তীতে বিয়ে হবে এমন কথা বলে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফেরেন আনিস। বাড়িতে ফিরেই সারাবিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় ভিসা জটিলতায় আর আসতে পারেননি মালয়েশিয়ান তরুণী সিটি হাসনা। তবে প্রেমের টানে মাঝে মাঝে বাংলাদেশি যুবক আনিস মালয়েশিয়ায় যেতেন। ভিসা পেয়ে অবশেষে গত শনিবার সকালে মাকে নিয়ে প্রেমিক আনিসের বাড়িতে আসেন প্রেমিকা হাসনা সিটি। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ঢল নামে তার বাড়িতে। রোববার সকালে নাটোর আদালতে বাংলাদেশ মুসলিম ধর্মীয় রীতিনীতি অনুসারে তাদের মধ্যে বিয়ে সম্পন্ন হয়।

প্রেমিক অনিসুর রহমান কালবেলাকে বলেন, নিজেদের মধ্যে প্রেমের সম্পর্ক হওয়ার পর বিয়ের সিদ্বান্তে একে অপরের মধ্যে আংটি বদল সম্পন্ন করি। ভিসা জটিলতা বিয়ের কাজে বাঁধা হয়। অবশেষে ভিসা পেয়ে মালয়েশিয়া থেকে হাসনা সিটি আমার বাড়িতে আসতে পেরেছে। ইসলামী শরিয়ত মোতাবেক ধর্মীয়ভাবে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। সকলের কাছে আমাদের জন্য শুধুই দোয়া ও ভালোবাসা চাই।

খুবজিপুর ইউনিয়র পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম কালবেলাকে বলেন, মালয়েশিয়া থেকে এক তরুণী আমাদের ইউনিয়নে এসেছেন বিষয়টি আমি ফেসবুকের মাধ্যমে জেনেছি। ইতোমধ্যে তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়েছে বলে জানতে পেরেছি। তাদের দুজনের জন্য শুভ কামনা ও দোয়া রইল।

Read Entire Article