১০ মিনিটের চার্জে ২ ঘণ্টা চলবে এই ইয়ারবাড

3 months ago 11

জনপ্রিয় গ্যাজেট নির্মাতা সংস্থা নয়েজ নতুন একটি ইয়ারবাড আনলো বাজারে। নয়েজ বাডস এফ১ মডেলটি একটি ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস। এই ইয়ারবাডসে রয়েছে ১১ মিলিমিটারের ড্রাইভার। এছাড়াও রয়েছে EQ মোডের সাপোর্ট। এর সাহায্যে ইউজাররা তাদের সাউন্ড প্রোফাইল কাস্টোমাইজ করতে পারেন।

একটি কোয়াড মাইক সিস্টেম রয়েছে নয়েজের নতুন ইয়ারবাডসে যা এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন ফিচারের সুবিধা দেয়। এর ফলে ব্যাকগ্রাউন্ডের যাবতীয় অপ্রয়োজনীয় শব্দ এড়ানো সম্ভব হয়। তার ফলে ইয়ারবাডসের সাহায্যে ফোনে কথা বলার সময় স্পষ্ট শব্দ পাবেন আপনি।

গেম খেলার ক্ষেত্রে এই ইয়ারবাডস ভাল পরিষেবা দেবে কারণ এখানে রয়েছে লো ল্যাটেন্সি মোড, যা রিয়েল টাইম অডিও ফিডব্যাক দেবে ভিডিও গেম খেলার সময়। অডিও-ভিডিও একসঙ্গে দুর্দান্ত ভাবে খাপ খেয়ে চলবে। আগে-পিছে হবে না। ফলে গেম খেলার অভিজ্ঞতাও ভাল হবে।

নয়েজের এই ইয়ারবাডসে রয়েছে সংস্থার ইনস্টাচার্জ টেকনোলজির সাপোর্ট। এর সাহায্যে নয়েজের এই ইয়ারবাডসে মাত্র ১০ মিনিট চার্জ দিলে তা চলবে প্রায় ১৫০ ঘণ্টা, এমনটাই দাবি করেছে নয়েজ কর্তৃপক্ষ। এই ইয়ারবাডস ওয়াটার অ্যান্ড সোয়েট প্রুফ ডিভাইস। অতএব পানিতে, বৃষ্টিতে কিংবা ঘামে সহজে নষ্ট হবে না।

ক্ল্যাম বেইজ, কার্বন ব্ল্যাক, মিন্ট গ্রিন, ট্রু পার্পেল-এই চার রঙে কেনা যাবে নয়েজের নতুন ইয়ারবাডস। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট ও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে পাবেন এই ইয়ারবাড। ভারতীয় বাজারে এই ইয়ারবাডের দাম মাত্র ৯৯৯ রুপি।

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে/জেআইএম

Read Entire Article