চলতি অর্থবছরের প্রথম ১১ মাসেই (জুলাই-মে) বাংলাদেশের রপ্তানি আয় আগের অর্থবছরের তুলনায় বেশি হয়েছে। এ সময়ে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৯৪ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৩-২৪ অর্থবছরের মোট রপ্তানি আয় ৪৪ দশমিক ৪৬ বিলিয়ন ডলারের চেয়েও বেশি।
মঙ্গলবার (৩ জুন) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য প্রকাশ করেছে।
ইপিবির তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে বাংলাদেশের রপ্তানি আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। এ মাসে রপ্তানি আয় ১১ দশমিক ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৩ বিলিয়ন ডলার, যেখানে গত বছরের একই মাসে আয় ছিল ৪ দশমিক ২৫ বিলিয়ন ডলার।
অন্যদিকে, চলতি অর্থবছরের জুলাই থেকে মে—এ ১১ মাসে রপ্তানি আয় ১০ শতাংশ বেড়েছে। গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ৪০ দশমিক ৮৫ বিলিয়ন ডলার, যা এ বছর বেড়ে দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৯৪ বিলিয়ন ডলারে।
এমএএইচ/এএসএম