১১৫ সেকেন্ডের ঝড়ে ম্যানইউর ডার্বি জয়

2 weeks ago 18
ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড রোববার (১৫ ডিসেম্বর) রাতের ডার্বি ম্যাচে চমক দেখিয়ে বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে। ব্রুনো ফার্নান্দেজ এবং আইভরি কোস্টের তরুণ ফুটবলার আমাদ দিয়ালোর শেষ মুহূর্তের গোল নিশ্চিত করেছে ইউনাইটেডের নাটকীয় জয়।  সিটির ডিফেন্ডার জোস্কো গভার্ডিওলের হেডার থেকে প্রথমে এগিয়ে যায় পেপ গার্দিওলার দল। কিন্তু ম্যাচের শেষদিকে দিয়ালোর দুর্দান্ত পারফরম্যান্সে পুরো খেলা পাল্টে দেয়।    ৮৮তম মিনিটে সিটির মিডফিল্ডার মাতেউস নুনেসের ভুল পাস ধরে দিয়ালো তাকে ফাউল করতে বাধ্য করেন। ফলে ইউনাইটেডের হয়ে ব্রুনো ফার্নান্দেজ পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান। কিন্তু নাটক তখনো শেষ হয়নি। এর মাত্র ১১৫ সেকেন্ড পর দিয়ালো নিজেই চমৎকার একটি অ্যাঙ্গেল থেকে গোল করে ম্যান ইউনাইটেডের জয় নিশ্চিত করেন।  ডার্বির এই ফলাফল সিটির জন্য এক দুঃস্বপ্ন হয়ে এসেছে। সব প্রতিযোগিতায় গত ১১ ম্যাচে সিটি হেরেছে ৮টি এবং জিতেছে মাত্র ১টি। বর্তমানে তারা ১৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে, যা শীর্ষে থাকা লিভারপুল থেকে ৯ পয়েন্ট পিছিয়ে।    ম্যাচ শেষে ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ বলেন, “দিয়ালো দুর্দান্ত খেলছে। আমি মনে করি তার কাছ থেকে আরও ভালো কিছু আসছে। যখন সে এমন খেলায় থাকে, তাকে থামানো অসম্ভব।”  জয়ের নায়ক দিয়ালো বলেন, ‘আজকের জয়ের জন্য আমি মহান আল্লাহ্‌কে ধন্যবাদ জানাই। এটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা এখন পরবর্তী ম্যাচের দিকে মনোযোগ দেব।’  ম্যাচ শেষে সিটির মিডফিল্ডার বার্নার্ডো সিলভা বলেন, ‘আমরা যা করেছি তার জন্য পুরোপুরি দায়ী। ডার্বির ৮৭ মিনিটে এগিয়ে থেকেও যদি এমন ভুল করি, তবে এই পরিণতি প্রাপ্য।’
Read Entire Article