১৩ ঘণ্টা পর ভেসে উঠল নাজিমের নিথর দেহ

5 hours ago 5

রংপুরের পীরগাছায় ঘাঘট নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর ভেসে উঠেছে শিশু নাজিমের নিথর দেহ। বুধবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তার মরদেহ ভেসে উঠে। 

এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি উজানপাড়া গ্রামে বড়ভাইয়ের কাঁধে চড়ে নদী পার হওয়ার সময় ডুবে যায় নাজিম।

শিশু নাজিম মোংলাকুটি উজানপাড়া গ্রামের দিনমজুর আশা মিয়ার ছেলে। সে স্থানীয় শুল্লিপাড়া প্রাইমারি স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, স্বাধীন (১৪) ও নাজিম (৭) দুই ভাই ঘাঘট নদীর পাড়ে একটি কলাবাগানে কলা খেতে গিয়েছিল। কলা খেয়ে নদী ফেরার সময় ছোটভাই নাজিমকে কাঁধে করে নদী পার করার চেষ্টা করে স্বাধীন। নদীতে পানি বেশি থাকায় সে মাঝপথে ভারসাম্য হারিয়ে ফেলে। এ সময় ছোটভাই নাজিম ডুবে যায়। স্বাধীন তীরে পৌঁছে চিৎকার দিয়ে ঘটনা সবাইকে জানায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালান। আজ ভোরে তার মরদেহ নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা।

পীরগাছা থানার ওসি রোমেল বড়ুয়া কালবেলাকে বলেন, শিশু নাজিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান আছে।

Read Entire Article