১৩ হলের ফল প্রকাশ, এগিয়ে সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এখন পর্যন্ত ১৩টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম নিকটতম প্রার্থীর চেয়ে প্রায় আড়াইগুণ বেশি ভোটে এগিয়ে আছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ২টার দিকে এ ফল ঘোষণা শুরু হয়।
রাত সোয়া ৪টার দিকে সবশেষ ঘোষিত ফলাফলে দেখা গেছে, সাদিক কায়েম সর্বমোট ১২ হাজার ৯৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন চার হাজার ১০৯৬ ভোট।
ফলাফল ঘোষণা করা হলগুলো হলো- শামসুন্নাহার হল, মুহসীন হল, এফ রহমান হল, রোকেয়া হল, এসএম হল, জহুরুল হক হল, জগন্নাথ হল, শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, জিয়া হল ও সুফিয়া কামাল হল।
বিস্তারিত আসছে...